পদ্মা সেতু প্রানের সেতু : শাহান আরা জাকির পারুল
 প্রকাশিত: 
 ২৬ জুন ২০২২ ০৫:১৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৬:২৫
 
                                
পদ্মা সেতু পদ্মা সেতু স্বপ্ন কত আহারে 
আমার দেশের টাকায় গড়া নানান রূপের বাহারে ....
এই নদীতে উথাল পাথাল গহীন জলের গভীরে 
কত অসহায় নির্মমতায় 
ডুবে গেছে আর আসেনি ফিরে!
কুলাঙ্গারের লাথি মেরে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে 
পদ্মা সেতু প্রানের সেতু 
স্বপ্ন দিয়েছো বাড়িয়ে....
নিন্দুকদের ষড়যন্ত্র কত হয়ে গেলো সব কুপোকাৎ 
মাথা উঁচু করে পদ্মাসেতু করে দিলো সব বাজিমাত!
সব শোক তাপ ধুলায় মিশে 
কি আনন্দ বাজেরে 
প্রবাসে আছি মন বসেনা কিছুতেই কোন কাজেরে....
দূর থেকেও যে দেখছি আমি 
প্রাণের সেতুর উদ্বোধন 
লক্ষ মানুষ মনের মাঠে করছে খুশির বীজ বপন!
সেই খুশিতেই শরিক আমি 
হীরের চেয়েও অনেক দামি... 
স্বপ্নের এই পদ্মা সেতু 
ইতিহাস হয়ে গেলো আজ 
বঙ্গকন্যা শেখ হাসিনা সকলের তুমি মাথার তাজ!
শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: