প্রাতঃভ্রমণ : রোজীনা পারভীন বনানী 


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২২ ০১:১০

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১১:৩৭

 

একদিন প্রাতঃভ্রমণে 
অনেক ভোরের আলোয় 
তোমায় দেখেছিলেম—
ঘুমঘুম চোখ, চাঁদপনা মেয়ে 
ছাদের রেলিং-এ
ঠেকিয়ে কনুই,
উদাস চেয়েছিলে....

আমার কাছে যতখানি প্রাতঃ ছিল,
ততখানি ছিল না ভ্রমণ—
ভোরের সবুজ সতেজ মন
আর ঠান্ডা হাওয়ার পরশ নিয়ে
দেখছিলাম প্রকৃতির সূক্ষ্ম খুঁটিনাটি:
ভোরের কোলাহল মুখর
পাখিদের মিষ্টি-মধুর খুনসুটি,
নিরিবিলি পথের উপর
ভেজা ঘাসের সাথে
ঝরা বকুলের লুকোচুরি,
ঘুম ভেঙে জেগে গর্ভকেশর
দুলিয়ে দুলিয়ে জবার কুঁড়িদের
গোপন অভিবাদন.....

আমার মতো এ সবই চেয়ে চেয়ে 
দেখছিল রাতের শিশির,
হঠাৎ সকল ছিন্ন করে দৃশ্যপটে
তোমার আগমন....
ঘুমঘুম চোখ, চাঁদপনা মেয়ে 
তুমি কি আমায় দেখেছিলে?

 

রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top