সিডনী সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১


তোমার সকল অজানা : রোজীনা পারভীন বনানী


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৩ ২১:৪৭

আপডেট:
১৩ জানুয়ারী ২০২৫ ২০:৪১

 

তুমি কি জানো,
আমার বুকের ঠিক কত ফুট গভীরে
তোমার অবস্থান?
তোমার-আমার দিনরাত্রির
মাঝে ঠিক কতটুকু ব্যবধান?

তুমি কি জানো,
আমার মনের আকাশে আজ ঘন-কালো মেঘ
বইছে শন্ শন্ হাওয়া
এখুনি বর্ষা শোনাবে তার রিমঝিম সংগীত;
হয়তো তোমার আকাশ আজ ঝকঝকে নীল
সোনা রং রোদ মাখা ফুরফুরে দিন
হেসে খেলে সে কথাই বলছে আবহাওয়া....

তুমি কি জানো,
একবুক হাহাকারে ভরা পৃথিবী
ঠিক কতটা বিবর্ণ মলিন?
হায়!! ক্ষতি কি!!
যদি আমাদের দিন হয় ব্যবধানহীন...

 

রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ,বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top