বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান সরকারের কোভিড টিকা প্রদানের আশ্বাস
 প্রকাশিত: 
 ২৯ জুলাই ২০২১ ১৯:৩২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:৪৯
অস্ট্রেলিয়ান ফেডারেল এমপি ও ফরেন মিনিস্টার মিসেস মরিস পেইন আজ এক জুম মিটিং-এ বাংলাদেশে উদ্বাস্তু রোহিঙ্গা শরনার্থীদের জন্য বিপুল পরিমান অস্ট্রেজেনিকা কোভিড ভ্যাকসিন অনুদানের আশ্বাস দিয়েছেন।
ফেডারেল লিবারেল পার্টি নেতা বিশিস্ট ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম প্রবাসী বাংলাদেশী কম্যুনিটির পক্ষ্য থেকে এই এক্সক্লুসিভ মিটিংএ উপস্থিত ছিলেন। ফেডারেল ব্যাঙ্কস-এর এমপি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সহকারী ডেভিড কোলমেন, কেন্দ্রীয় ফরেন মিনিস্টার মিসেস মরিস পেইন ও জনাব জাহাঙ্গীর আলমের মধ্যে আয়োজিত বাংলাদেশ সম্পর্কিত এই মিটিংএ জনাব জাহাঙ্গীর আলম কম্যুনিটির পক্ষ্যে বাংলাদেশের জন্য লবী করেন। উনার সরাসরি প্রশ্নের উত্তরে মাননীয় মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের সাথে সরাসরি নেগোসিয়েশনের কারনে হিউমেনিটেরিয়ান গ্রাউন্ডে অস্ট্রেলিয়ান সরকার জরুরী ভিক্তিতে এই ভ্যাকসিন অনুদান হিসেবে প্রদান করবে। এসময়ে মিসেস পেইন বলেন, ভ্যাকসিন বিষয়ে তিনি ও তার ডিপার্টমেন্টের সরাসরি বাংলাদেশের পররাস্ট্রমন্ত্রী জনাব আব্দুল মোমেনের সাথে যোগাযোগ ও আলোচনা চলমান রয়েছে।

ভ্যাকসিনের সংখ্যা কত হবে এবং কবে এই অনুদান বাংলাদেশে যাবে, তা অতি শীঘ্রই ফরেন মিনিস্টার জানাবেন বলে নিশ্চিত করেছেন জনাব জাহাঙ্গীর আলম।
এসময়ে বাংলাদেশে আটকে থাকা বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের দ্রুত ফিরিয়ে আনার ব্যাপারটি জনাব জাহাঙ্গীর আলম উত্থাপন করলে অস্ট্রেলিয়ার পররাস্ট্রমন্ত্রী বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী এই বিষয়টি অবগত আছেন, তিনি আরো বলেন, কোয়ারেন্টাইন সম্পর্কিত সমস্যা সমাধান হওয়া মাত্র অস্ট্রেলিয়ান বাংলাদেশীদের দ্রুততম সময়ে ফিরিয়ে আনা হবে। এসময় ডেভিড কোলম্যান এম পি, গতবছরও আটকে পড়াদের ফিরিয়ে আনতে ৩টি বিশেষ ফ্লাইট আয়োজনের জনাব জাহাঙ্গীর আলমের অবদানকে স্মরন করেন।
মুক্তমঞ্চ ডেস্ক
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: