সৌরভের সঙ্গী তিন নায়িকা!
প্রকাশিত:
২৮ আগস্ট ২০১৮ ০১:৪০
আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ০৩:২১
বিশেষ দিনে মানে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে পূজার গানের ভিডিওতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সৌরভ, শুভশ্রী, মিমি, নুসরাতকে।
একই ভিডিওতে দেখা যাবে বনি সেনগুপ্ত এবং সঙ্গীত পরিচলাক জিৎ গাঙ্গুলীকেও। সৌরভ গাঙ্গুলী। ভারতের সফল অধিনায়কদের একজন। ক্রিকেট থেকে অবসর নিয়েছে বেশ কয়েক বছর। তবে ছোট পর্দায় বেশ সরব এ তারকা ক্রিকেটার। বলতে পারেন বিনোদন জগতেও সফল তিনি।
এবার ওপার বাংলার টলিউডের তিন সুপারস্টার নায়িকা শুভশ্রী, মিমি এবং নুসরাতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সৌরভ।
আর এই মিউজিক ভিডিওর পরিচালক হলেন রাজ চক্রবর্তী। গানটি অবশ্য লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। কম্পোজিশন করেছেন জিৎ গাঙ্গুলী। ‘গাঙ্গুলী বাড়ির পুজোর গান’ লিখে সৌরভ আর শুভশ্রীর মাঝে বসে একটি ছবিও টুইট করেছেন জিৎ।
এর আগেও বিজ্ঞাপনে নুসরাত, শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে বাংলার মহারাজকে। এবার টলিউডের তিন নায়িকাকে সঙ্গে নিয়ে পুজোর মিউজিক ভিডিওতে সুরভিত সৌরভ। বলাই বাহুল্য মিমি-শুভশ্রী-নুসরাত-সৌরভ জুটি এবার মাতিয়ে দেবে এই বড় উৎসবকে।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: