ছক্কায় সমানে সমান আফ্রিদি-গেইল
প্রকাশিত:
৩১ জুলাই ২০১৮ ০০:৫৪
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০৪:২২

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ ক’দিন আগে অবসর নিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। অবসর নিলেও ক্রিকেটের রেকর্ড বইয়ে রেখে গিয়েছিলেন অনেক রেকর্ড। যার অন্যতম ছিল সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটি।
এই ছয় দিয়েই নতুন নাম ‘বুম বুম আফ্রিদি’ পেয়েছিলেন এই সাবেক ক্রিকেটার। তবে এতদিন ধরে তাকে কেউ টপকাতে না পারলেও তার পাশে নাম লেখালো ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।
আফ্রিদি ৫২৪ ম্যাচে ৫০৮ ইনিংস ব্যাট করে হাঁকিয়েছিলেন ৪৭৬টি ছয়।
কিন্তু আফ্রিদির ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন ক্রিস গেইল। সবশেষ বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে সেন্ট কিটসে খেলেন ৬৬ বলে ৭৩ রানের ইনিংস।
গেইলের এই বিধ্বংসী ইনিংসে ছিল পাঁচটি ছয়। এই পাঁচ ছক্কায় গেইল ভাগ বসান আফ্রিদির রেকর্ডে। ৪৪৩ ম্যাচে ৫১৩ ইনিংসে এখন গেইলের ছয় সংখ্যা ৪৭৬।
৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের সামনে আফ্রিদিকে টপকে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: