ভালো খেলেও শাস্তি পেলেন রনি
প্রকাশিত:
৫ আগস্ট ২০১৮ ১৫:২৫
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০৭:৫৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১২ রানের দুর্দান্ত এক জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। তবে কাঠগড়ায় দাঁড়াতে হলো পেসার আবু হায়দার রনিকে। ইনিংসের ১৪তম ও নিজের চতুর্থ ওভারে ২ ছক্কা হজম করার পর বাজে মন্তব্য করে আইসিসির আচরণবিধি ভাঙায় জরিমানা ও ডিমেরিট পয়েন্ট বসেছে তার নামের পাশে।
বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে দলের জয়ে দারুণ অবদান রাখেন বাঁহাতি পেসার রনি। প্রথম ৩ ওভারে মাত্র ১২ রান দেন।
৪ ওভারে ২৬ রানে ১ উইকেট নেন। তবে দলের হয়ে ১৪তম ওভারে বল করতে এসে কটুক্তি করেন তিনি। শেষ ওভারে দেন ১৪ রান। রোভম্যান পাউয়েল পরপর দুটি ছক্কা মারেন তাকে। এ কারণে ওভারের শেষ বলটি করার পর ক্ষোভ ঝাড়েন রনি। বাজে শব্দও উচ্চারণ করেন। যা আইসিসি নিয়মবহির্ভূত বলে মনে করে।
এ কারণে শাস্তি স্বরূপ তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া তাকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
আবু হায়দার আইসিসির আচরণবিধির ২.১.৪ ধারা ভেঙেছেন। যাতে অকথ্য ভাষা, অশোভন অঙ্গভঙ্গি কিংবা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অপমানজনক হতে পারে এমন আচরণ করতে না করা হয়েছে।
তবে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের আনিত অভিযোগ মেনে নিয়েছেন বাংলাদেশি পেসার। আর এ কারণে আলাদা করে শুনানির প্রয়োজন পড়েনি।
এদিকে টি২০ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সোমবার সকাল ৬টায় ফ্লোরিডায় একই ভেন্যুতে মাঠে নামবে সাকিব বাহিনী। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে দীর্ঘ দেড় মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: