আফজালুর রহমান সিনহা আর নেই
 প্রকাশিত: 
 ৯ আগস্ট ২০১৮ ০২:১৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:২৬
                                এই তো ক’দিন পরই বিপিএল। যে কিনা বিপিএল নিয়ে মেতে থাকেন, মাতিয়ে রাখেন দেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগের আসর নিয়ে। তিনিই আজ চলে গেলেন পরপারে।
অনেক দিন ধরে লিভার ক্যন্সারে ভুগছিলেন এই বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস রাত ৯টার দিকে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেন আফজালুর রহমান সিনহার মৃত্যুর খবর।
তিনি জানান, অনেকদিন ধরে থাইল্যান্ডে চিকিৎসা নেয়ার পর দেশে ফিরে আবারও ভারতে যান চিকিৎসা নিতে। আজ রাতে সেখানেই পরলোক গমন করেন তিনি।
ইতোমধ্যে শোক জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: