ইউরো শেষে পদত্যাগ করলেন ইংলিশ কোচ সাউথগেট
 প্রকাশিত: 
 ১৭ জুলাই ২০২৪ ১৭:০৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:২৩
                                
পর্দা নেমেছে ইউরো চ্যাম্পিয়নশিপের। ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে ইংল্যান্ড। ইউরোর ফাইনালে হারের দুই দিন পর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট।
মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে সাউথগেট বলেছেন, ‘এখন নতুন একটি অধ্যায়ের জন্য পরিবর্তনের সময়। বার্লিনে স্পেনের বিপক্ষে রোববারের ফাইনালটি ছিল ইংল্যান্ড কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। একজন গর্বিত ইংরেজ হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ডের কোচ হওয়া আমার জন্য সারা জীবনের সম্মান। এটা ছিল আমার কাছে সবকিছু। আমিও সর্বস্ব নিংড়ে দিয়েছি।’
ইংল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে ৫৩ বছর বয়সী এই কোচ আরও বলেছেন, ‘আমাদের সমর্থক বিশ্বের সেরা। তাদের সমর্থন আমার কাছে সবকিছু। আমি সব সময় ইংল্যান্ডের সমর্থকই থাকব। আশা করছি, খেলোয়াড়েরা আরও দারুণ সব স্মৃতির জন্ম দিয়ে জাতিকে উদ্দীপ্ত করবে যেটা তারা পারে। সবকিছুর জন্য ধন্যবাদ ইংল্যান্ড।’
২০১৬ সালে ইংল্যান্ডের দায়িত্ব নেন সাউথগেট। তার অধীনে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে ইংলিশরা। এছাড়াও তার অধীনেই দুইবার ইউরোর ফাইনালে খেলে ইংল্যান্ড।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: