টেস্ট ম্যাচে মুশফিক-লিটনের জুটি শতরান পেরিয়ে
 প্রকাশিত: 
 ২৪ আগস্ট ২০২৪ ১১:৪২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:০৩
                                
রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের শেষ দিকে ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। শনিবার (২৪ আগস্ট) চতুর্থ দিনের শুরুতে তাদের জুটি পেরিয়ে যায় শতরান।
শুক্রবার (২৩ আগস্ট) দলীয় ২১৮ রানে আউট হন সাকিব আল হাসান (১৫)। এরপর ক্রিজে এসে অভিজ্ঞ মুশফিকের সঙ্গে জুটি বাঁধেন উইকেটকিপার লিটন দাস। এরই মধ্যে অর্ধশত তুলে নিয়েছে দুজন। এ ইনিংস দিয়ে দীর্ঘদিনের হারানো ফর্ম খুঁজে পেয়েছেন লিটন।
এর আগে ১৩২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ দল। টর হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। পরে ১২ ওভার ব্যাট করে ২৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন সাদমান ইসলাম ও জাকির হাসান।
তৃতীয় দিনে সাদমান (৯৩), মুমিনুল হকের (৫০) পর মুশফিক এবং লিটন তুলে নেন অর্ধশতক। এতে ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: