খেলার ধরনে পরিবর্তন মেসির
 প্রকাশিত: 
 ১ নভেম্বর ২০২৪ ১৪:২০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:০৪
                                নিজেকে বদলে ফেলেছেন লিওনেল মেসি। বয়স বেড়েছে, মেজর লিগ সকারে নতুন আবহ- তাই নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন ইন্টার মায়ামি তারকা। সাউথ ফ্লোরিডা ক্লাবে এসেই বিরাট বড় ছাপ রেখেছেন। পাল্টে গেছে আমেরিকান ফুটবলের অবস্থা। মেসি স্বীকার করলেন, তিনিও খেলার ধরনে পরিবর্তন এনেছেন।
গত বছর জুলাইয়ে মায়ামিতে ফ্রি এজেন্ট হয়ে আসেন মেসি। মাঠে নেনে কয়েক মিনিটের মধ্যে ক্রুজ আজুলের জাল কাঁপান। তারপর তো লিগস কাপও জেতালেন দলকে।
৪৩৩ অ্যাপে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, 'পরিস্থিতি ও আমার বয়সের কারণে আমি আমার খেলার ধরন পাল্টেছি। সবকিছুর সঙ্গে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছি। নিজেকে নতুন করে আবিষ্কার করছি এবং লিগের সঙ্গে খাপ খাওয়াচ্ছি, যেটা ছিল আমার জন্য নতুন। শুরু থেকে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি।'
মেসিতে ভর করে ক্লাব প্রথম শিরোপা জিতলেও এমএলএস রেগুলার সিজনে ভুগেছিল। ইস্টার্ন কনফারেন্স টেবিলে ১৪তম হয়ে প্লে অফ বঞ্চিত হয়েছিল।
তবে এই বছর দারুণ অবস্থায় মায়ামি। এমএলএস সাপোর্টার্স শিল্ড জেতার পাশাপাশি রেকর্ড রেগুলার সিজন পয়েন্ট পেয়েছে। এই সময়ে ৩৪ ম্যাচে মাত্র ১৯টিতে খেলে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট মেসির।
এখন আটবারের ব্যালন ডি'অর জয়ীর চোখ এমএলএস কাপে, ’একটি ক্লাব গড়তে হলে আপনাকে শিরোপা জিততে হবে। গত বছর এমএলএস এ বাজে সময় কাটিয়েছিল ক্লাব। আমার আসার কিছুদিন পর আমরা লিগস কাপ জিতলাম, ক্লাবের প্রথম ট্রফি।'
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: