আপত্তিকর গোল উদযাপনে জাকা-শাকিরি নিষিদ্ধ


প্রকাশিত:
২৪ জুন ২০১৮ ২১:৫৬

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৫:৫২

আপত্তিকর গোল উদযাপনে জাকা-শাকিরি নিষিদ্ধ

ব্রাজিলের সঙ্গে ড্র করে চমক দেখানো সুইজারল্যান্ড পেল দুঃসংবাদ। চলতি রাশিয়া মিশনে তাদের দুই তারকা গ্রানিত জাকা এবং জাদরান শাকিরিকে পাবে তারা। নিয়ম ভঙ্গের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন দুই সুইস তারকা।



সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোল করার পর এই দুই তারকা ‘ডাবল ঈগল’ ভঙিতে উদযাপন করেন। এই উদযাপনের পর থেকেই সমালোচিত হচ্ছিলেন জাকা এবং শাকিরি। সেই সমালোচনার সূত্রেই দুই ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৩৮০০ ইউরো করে জরিমানা করা হয়েছে তাদের দু’জনকে।



এ উদযাপনের পেছনে অবশ্য রয়েছে এক বিরাট ইতিহাস। জাকা এবং শাকিরি উভয়ই ছিলেন কসোভোর অধিবাসী। ১৯৯৯ সালে সেখানে গণহত্যা চালায় সার্বিয়ান সেনারা। সেটারই প্রতিবাদে আলবেনিয়ার পতাকায় থাকা ডাবল ঈগলের মত উদযাপন করেন কসোভো তথা আলবেনিয়া থেকে অভিবাসী হয়ে সুইজারল্যান্ডে চলে আসা জাকা ও শাকিরি।



তবে জাকা-শাকিরির এমন উদযাপন ভালো চোখে দেখেনি ফিফা। ফিফা স্বীকৃত কোন ম্যাচে কেউ জাতিগত বিদ্বেষ ছড়ানোর কাজ করলে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ ও জরিমানা করার আইন রয়েছে। তদন্তের পর তাই জাকা-শাকিরিকেও এ শাস্তির মুখোমুখি হতে হলো।



দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন নিয়ে সুইসরা আগামী ২৭ জুন কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে। ব্রাজিলের সঙ্গে সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড। দুই তারকাকে হারানোই ‘স্বপ্ন’ নিয়ে এখন দুশ্চিন্তায় সুইসরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top