বাংলাদেশে আসছেন মেসি
প্রকাশিত:
১৪ জুলাই ২০১৮ ১৫:৪৬
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২০:১৬

সাত বছর আগের কথা। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মত বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রীতি ম্যাচের সাক্ষী হয়েছিলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে জয়লাভ করে।
সে যাই হোক, সুখবর হচ্ছে দীর্ঘদিন পর আবারো বাংলাদেশ সফরে আসছেন এই সুপারস্টার। তবে এবার কোন ম্যাচ খেলতে নয়। রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসছেন তিনি।
ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পর্যবেক্ষণের জন্যে আগামী ২২ জুলাই বাংলাদেশে আসছেন মেসি। সেসময় রোহিঙ্গা শরনার্থী শিবিরে তিনি ৪ ঘন্টা সময় কাটাবেন।
কিছু দিন আগে এই রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করে গিয়েছেন বলিউড ও হলিউডের নায়িকা প্রিয়াংকা চোপড়া।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: