নরম মৃত্যু : কাঞ্চন রায়
 প্রকাশিত: 
 ৯ জানুয়ারী ২০২১ ২২:৪০
 আপডেট:
 ১৫ জুন ২০২১ ১৮:৩০
কবিত্বের মনস্তাপ ঘিরে আসছে ।
পাহাড়ি অনিয়মের ঢাল
যেখানে মিশে গেছে সমুদ্রতটে
নিয়ম মাফিক রোজনামচার মসৃণ চাবুকে,
ঠিক ওই পথ ধরে আসছে।
ইস্পাত গল্পের পাভেল 
বিকিয়েছে সাহসী উৎশৃঙ্খলতা,
রেলগাড়ির ধোঁয়া
জোর করে টেনে নিয়ে আসছে অপুর সংসারে......
হ্যাঁ, খোলা আকাশের গায়ে নখের আঁচড়
ওই পৃথিবীর স্বপ্ন আঁকছে ।
কিছুটা মেনে নিয়েই শান্তি পাচ্ছে
মধ্যবিত্ত জীবন ।
বিদ্রোহী কলম জুড়ে -- একটা "নরম মৃত্যু" আসছে ।
কাঞ্চন রায়
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
বিষয়: কাঞ্চন রায়

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: