`আইপিএলের চেয়ে পিএসএলের বোলিংয়ের মান ভালো’


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৭

আপডেট:
২০ জানুয়ারী ২০২৬ ১০:৩৩

 

প্রভাত ফেরী: আমি বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলেছি এবং আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বোলিংয়ের মান তুলনাহীন। পিএসএলে যে বোলিং আক্রমণ তা আপনি বিশ্বের অন্য কোথাও পাবেন না, এটা বিশ্বমানের- বললেন আফ্রিদি।

পাকিস্তানের হয়ে ৩৯৮ ওয়ানডে, ৯৯ টি-টোয়েন্টি আর ২৭ টেস্টে অংশ নেয়া আফ্রিদি আরও বলেছেন, যতদিন আমার খেলার ধারাবাহিকতা থাকবে এবং ফিটনেস থাকবে ততদিন আমি আমার অনুরাগীদের হতাশ করতে চাই না। 

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক আরও বলেছেন, আমার সঙ্গে দেখা অনেক বিদেশি ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছে। তারা পিএসএলের মান সম্পর্কে কথা বলেছে। এখনও অনেকে পিএসএলে খেলতে আগ্রহী। 

জিও টিভির সঙ্গে আলাপে আফ্রিদি আরও বলেছেন, পিএসএল পাকিস্তান ক্রিকেটের ব্র্যান্ড এবং এটি পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। আমি পিএসএল ষষ্ঠ আসরে খেলার জন্য উচ্ছ্বসিত, আমার বিশ্বাস অন্য খেলোয়াড়রাও তাই। আমি নিশ্চিত যে সমর্থকরা পাকিস্তান সুপার লিগের আসন্ন আসরটি উপভোগ করবেন কারণ সব দলই এবার খুব ভারসাম্য দেখাচ্ছে। 

আগামী ২০ ফেব্রুয়ারি করাচিতে শুরু হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি পিএসএল ষষ্ঠ আসর। 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top