সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


‘যোগ্যতার চেয়ে বেশি প্রশংসা পান নেইমার’


প্রকাশিত:
২ জুলাই ২০২২ ০২:৪৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২০:৩১

ফুটবল অঙ্গনে গত এক দশকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পরই সবচেয়ে বেশি উচ্চারিত নাম নেইমার। দলবদল বাজারে রেকর্ড গড়ে যিনি ২০১৭-তে নাম লেখান প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। তবে গুঞ্জন রয়েছে চলতি গ্রীষ্মে পিএসজি ছাড়তে চান ব্রাজিলিয়ান তারকা।

এবার নেইমারের সম্ভাব্য গন্তব্য চেলসি। তার জাতীয় দলের সতীর্থ থিয়াগো সিলভাও মনে করেন, নেইমারের চেলসিতে যাওয়া উচিত। তবে নেইমারকে ভিন্নভাবে মূল্যায়ন করছেন টকস্পোর্টস ব্যক্তিত্ব জেসন কান্ডি। ঘন ঘন দল বদলে রেট বাড়িয়ে নেয়ার তিনি ঘোর বিরোধী। তার চোখে নেইমার একজন ‘ওভাররেটেড’ ফুটবলার। চেলসির সাবেক তারকা মনে করেন নেইমার যোগ্যতার চেয়ে বেশি প্রশংসা পেয়ে থাকেন। চোটের কারণে পিএসজিতে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি নেইমার। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফিও ইদানিং খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ব্রাজিলিয়ান তারকাকে।

তিনি এখন গুরুত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপেকে। খেলাইফি মনে করেন, ক্লাবের জন্য যারা বেশি পরিশ্রম করতে পারবে তাদেরই বেশি গুরুত্ব পাওয়া উচিত। সে হিসেবে চোটপ্রবণ নেইমারের কাছ থেকে খুব বেশি আশা করা যায় না। গেলো মৌসুমেও অনেকটা সময় তিনি ছিলেন সাইডলাইনে।

টকস্পোর্টস ব্যক্তিত্ব জেসন কান্ডি বলেছেন, ‘আমি মনে করি, চেলসির যে ধরনের খেলোয়াড় প্রয়োজন নেইমার তেমনটা নয়। সে কি প্রতিভাবান? হ্যাঁ। কিন্তু আমি তাকে আমাদের আশপাশে দেখতে চাই না। সে ওভাররেটেড।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top