আইসিসির ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে মুস্তাফিজ


প্রকাশিত:
২০ আগস্ট ২০২২ ২১:২৬

আপডেট:
২৬ জানুয়ারী ২০২৬ ০১:০২

 

সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স না করেও আইসিসির ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

বুধবার (১৭ আগস্ট) আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের ১০ম অবস্থানে রয়েছেন কাটার মাস্টার খ্যাত এ পেসার।

তবে মুস্তাফিজ একা নন, ইংল্যান্ড পেসার ক্রিস ওকসও যৌথভাবে তার সঙ্গে র‍্যাঙ্কিংয়ের দশে রয়েছেন।

এর আগে, ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের ১৬তম অবস্থানে ছিলেন মেুস্তাফিজ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া ৪ উইকেটের বদৌলতে ৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশি পেসার।

যদিও সিরিজের প্রথমদিকে বিবর্ণ ছিলেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে এই পেসারের খরুচে বোলিংয়ে ৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে হারের মুখ দেখে বাংলাদেশ। ফলশ্রুতিতে, পরের ম্যাচে দলে জায়গা হারান মুস্তাফিজ।

এর আগে, ২০১৮ সালে একবার ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের ৫ম স্থানে উঠে এসেছিলেন মুস্তাফিজ। এরপর এবারই প্রথমবারের মতো সেরা দশে ঢুকলেন ২৬ বছর বয়সী বোলার।

মুস্তাফিজ ছাড়াও আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে রয়েছেন আরও এক বাংলাদেশি। র‍্যাঙ্কিংয়ে স্পিনার মেহেদি হাসান মিরাজের অবস্থান পিছিয়েছে। দুই ধাপ পিছিয়ে এই অফস্পিনার বর্তমানে রয়েছেন র‍্যাঙ্কিংয়ের আটে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top