মিরপুরে সাকিবের ভক্তদের স্লোগান
প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৪ ০৭:৪৬
আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৬
মিরপুরে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছে আর সাকিবের পুরণ হচ্ছে না, তা সবারই জানা। নিরাপত্তা শঙ্কার কারণে দেশে এসে খেলতে পারছেন না সাকিব। বাঁহাতি অলরাউন্ডারের নিজ দেশে শেষ টেস্টটি খেলতে না পারার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি তাঁর ভক্তরা। আজ মিরপুরে দুপুরে নিজেদের ‘সাকিবিয়ান’ দাবি করা একটি দল স্টেডিয়ামের সামনে সাকিবের পক্ষে স্লোগান দিয়েছেন। যেখানে তাঁরা সাকিবকে ফেরানোর জন্য বিভিন্ন দাবিও তোলেন।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ‘মিরপুরের ছাত্র-জনতা’র ব্যানারে একটি দল সাকিববিরোধী অবস্থান নিয়েছিল। যেখানে সাকিবকে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়ার দাবি তোলে তারা। সেই সঙ্গে সাকিবকে বাদ না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়ে বিসিবি বরাবর স্মারকলিপিও দেওয়া হয় তাদের পক্ষ থেকে।
সেই ঘটনার একদিন না পেরোতেই আজ ‘সাকিব’, ‘সাকিব’ স্লোগানে মুখরিত হয় মিরপুর স্টেডিয়াম। যেখানে উপস্থিত সমর্থকদের ব্যানারে লেখা ছিল, ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না।’
মূলত সাকিবকে দ্রুত বাংলাদেশে আসার এবং মিরপুরে শেষ ম্যাচটি খেলার ব্যবস্থা করে দেওয়া; দেশে আসা, দেশত্যাগ এবং দেশে থাকার সময়ে তাঁর নিরাপত্তা; বিসিবির পক্ষ থেকে সাকিবকে সম্মানের সঙ্গে বিদায়ের ব্যবস্থা করে দেওয়া এবং স্টেডিয়াম এলাকায় বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে কোনো অশালীন কার্যকলাপ হতে না দেওয়া নিশ্চিত করতে স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা জোরদার – এই চারটি দাবি জানিয়েছেন সাকিব ভক্তদের একটি অংশ।
তাঁদের স্লোগানের সময়ে বাংলাদেশ দল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছিল। গণমাধ্যমে সাকিব ভক্তদের একাংশ জানান, বিসিবিকে তাঁরা তাঁদের দাবি জানাতে এলেও আজ বন্ধের দিন হওয়ায় কাউকে পাওয়া যায়নি। তবে এটাও জানিয়েছেন, তাঁদের চারটি দাবি ২৪ ঘণ্টার মধ্যে পূরণের ব্যবস্থা করা না হলে ১ দফা দাবি ঘোষণা করবেন তাঁরা। সেই এক দফা কী, তা পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।
এদিকে আজ সাকিবকে বাদ দিয়ে তাঁর বদলে হাসান মুরাদকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে নিয়েছে বিসিবি।
আপনার মূল্যবান মতামত দিন: