সিডনী শুক্রবার, ১৭ই জানুয়ারী ২০২৫, ৪ঠা মাঘ ১৪৩১


বড় স্কোর না করাটা মানসিক সমস্যা : তানজিদ তামিম


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৪ ১২:৩৪

আপডেট:
১৭ জানুয়ারী ২০২৫ ০৯:৫১

বড় স্কোর না করাটা মানসিক সমস্যা বলে মন্তব্য করেছেন তরুণ ক্রিকেটার তানজিদ তামিম। তিনি বলেন, আমরা জয়েই শুরু করতে চাই। জয় নিয়ে শুরু করতে পারলে ভালো লাগে। ২ ডিসেম্বর, সোমবার মিরপুরে গণমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি।

জুনিয়র তামিমের কাছে অনেক বড় প্রত্যাশা থাকলেও তিনি সেভাবে নিজেকে প্রমাণ করতে পারছেন না। এক ম্যাচে ভালো করছেন তো পরের ম্যাচে বাজে স্কোর। আবার অনেক ইনিংস আরো বড় হওয়ার আগেই তিনি আউট। এ অবস্থানের জন্য মানসিক সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদি ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরুর পর তা টেনে নিতে পারি তাহলে স্কোর বড় হবে। আমি যে শট খেলে আউট হয়েছি এতে মানসিক সমস্যাই বেশি। স্কিলেরও ঘাটতি থাকে। আসলে স্কিল ও মানসিক দিক দু’টি এক হলেও বড় স্কোর আসবে।’

উল্লেখ্য, তানজিদ হাসান তামিম বাংলাদেশের জার্সিতে ১৮ ওয়ানডে খেলেছেন। ফিফটি পেয়েছেন মাত্র দু’টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে আছেন তামিম।

আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিনটি এক দিনের ম্যাচ।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top