সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


‘দ্য হান্ড্রেডে’ টুর্নামেন্টে সাকিব-তামিমসহ ডাক পাননি বাংলাদেশের কেউই


প্রকাশিত:
২২ অক্টোবর ২০১৯ ০০:৩৯

আপডেট:
১৩ মে ২০২৪ ১৪:৩২

‘দ্য হান্ড্রেডে’ টুর্নামেন্টে সাকিব-তামিমসহ ডাক পাননি বাংলাদেশের কেউই

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধায়নে প্রথম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড। ইংল্যান্ডের আট শহরের আটটি দল নিয়ে আয়োজিত হবে প্রথম আসর। এরই মধ্যে প্রত্যেকটি দল নিজেদের মতো দল গুছিয়ে নিয়েছে। আর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ১০০ বলের ক্রিকেট তথা 'দ্যা হান্ড্রেড' টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে দল পেলেন না সাকিব আল হাসান তামিম ইকবাল। ড্রাফটে অবিক্রিত রয়ে গেছেন দুজনই। দলহীনদের তালিকায় আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিস গেইল ও লাসিথ মালিঙ্গাও।



বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ভিত্তিমূল্যের তালিকায় ছিলেন সাকিব তামিম। যার মূল্যমান লাখ পাউন্ড। পেসার মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল ৬০ হাজার পাউন্ড। মুশফিকুর রহিম, লিটন দাস, ইমরুল কায়েসের অবশ্য আরও কম-৪০ হাজার পাউন্ড।



ভিত্তিমূল্যের বাইরে আবার আরেকটি তালিকা ছিল এই ড্রাফটে। যাদের কোনো ভিত্তিমূল্য ধরা হয়নি। এই তালিকায় বাংলাদেশের অনেকেই ছিলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফউদ্দিন, পেসার তাসকিন আহমেদ, আবু হায়দার মোহাম্মদ মিঠুন। অথচ কেউ ডাক পাননি ড্রাফটে। দল না পাওয়াদের মাঝে আরও রয়েছেন ডোয়াইন ব্রাভো, ট্রেন্ট বোল্ট, কিয়েরন পোলার্ড কাগিসো রাবাদা।



এবারের টুর্নামেন্টের আট দল মোট ২৪জন বিদেশী ক্রিকেটার দলে ভিড়িয়েছেন। তবে এই ২৪ জনের মধ্যে বাংলাদেশের নেই একজনও। টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগে বেশ নাম উঠেছিল সাকিবের। তবে টুর্নামেন্টের কাছাকাছি সময়ে জুলাই-আগস্টে বাংলাদেশ শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। আর এই কারণেই সাকিবকে না পাওয়ার ভয়ে দলে ভেড়ায়নি কোনো দলই।



ড্রাফটে সবার আগে দল পান আফগানিস্তানের রশিদ খান। তাকে ভিড়িয়েছে ট্রেন্ট রকেটস। দ্বিতীয় তারকা হিসেবে দল পান ক্যারিবীয় হার্ড হিটার আন্দ্রে রাসেল। তাকে নেয় সাউদার্ন ব্রেভ। তার পরেই অ্যারন ফিঞ্চ ডাক পান নর্দার্ন সুপারচার্জার্সে, একই দলে রয়েছেন মুজিব উর রহমানও, মিচেল স্টার্ক ওয়েলস ফায়ারে। মূলত সে সময় আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় অজি ক্রিকেটাররা গণহারে দল পেয়েছেন হ্য হান্ড্রেডে। আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি দল পেয়েছেন লন্ডন স্পিরিটে, কেন উইলিয়ামসন বার্মিংহামে। নেপালের সন্দীপ লামিচানেও দল পেয়েছেন। তাকে নিয়েছে ওভাল ইনভিন্সিবল। রয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররাও। তার মধ্যে উল্লেখযোগ্য বামহাতি পেসার মোহাম্মদ আমিরকে নিয়েছে লন্ডন স্পিরিট।



১০০ বলের এই টুর্নামেন্ট প্রথমবার মাঠে গড়াবে আগামী বছরের জুলাইয়ে। ইংল্যান্ডের আটটি শহরের ভিত্তিতে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও একই নামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top