সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


সাকিবকে সমর্থন দিয়ে সহযোদ্ধাদের স্ট্যাটাস


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০১৯ ২৩:৫৯

আপডেট:
১১ মে ২০২৪ ১৮:৪৮

সাকিবকে সমর্থন দিয়ে সহযোদ্ধাদের স্ট্যাটাস

প্রভাত ফেরী ডেস্ক:  বুধবার দুপুরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অথচ তার আগেরদিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় সবধরনের ক্রিকেট থেকে আগামী ১ বছর দূরে থাকা নিষেধাজ্ঞা পেলেন দলের অধিনায়ক সাকিব আল হাসান।



বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সব থেকে উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দুই বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হবে সাকিবকে। তবে আইসিসির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী চললে সে শাস্তি কমে দাঁড়াবে এক বছরে। এই সময়ে নিশ্চয়ই ভেঙে পড়েছেন সাকিব আল হাসান। তবে এমন সময়েও তাকে সাহস যুগিয়ে যাচ্ছেন দেড় যুগ ধরে তাঁর পাশে থাকা সহযোদ্ধারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদ উল্লাহসহ সবাই..



 





সাকিবের নেতৃত্বেই ২০২৩ বিশ্বকাপ ফাইনাল খেলব : মাশরাফি



বাংলাদেশ ক্রিকেট টিমে মাশরাফি ছিলেন বরাবরই আলাদা। যাকে ভাবা হয়, দলের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। টাইগার ওয়ানডে অধিনায়কের ফেসবুক স্ট্যাটাসটিও ছিল তেমনই।



যেখানে মাশরাফি সতীর্থ সাকিবকে সাহস দিয়ে লিখেছেন,



'দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!'





সারা দেশ তোর সঙ্গে আছে: মুশফিক



সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে আবেগঘন এক বার্তায় মুশফিক লিখেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট...প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি। তোকে ছাড়া মাঠে খেলতে হবে, ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। আশা করছি তুই চ্যাম্পিয়ন ক্রিকেটারের মতোই ফিরবি। তোর সঙ্গে সবসময় আমার সমর্থন আছে। সারা বাংলাদেশ তোর সঙ্গে আছে। শক্ত থাকবি ইনশাআল্লাহ্‌।’





আগামী বছর আবার আমরা একসাথে খেলবো: তামিম ইকবাল



তামিম ইকবাল তার এক স্ট্যাটাসে বলেন,   জানি ১২ মাস খেলা থেকে দূরে থাকা অনেক কঠিন কিন্তু আমি বিশ্বাস করি তুই আরো শক্তভাবে ফিরে আসবি এই ক্রিকেটে এবং আগামী বছর আমরা একসাথে ট্রেনিং এবং খেলা দুইটাই করবো।





এটা কোন বিষয়ই না, আমরা আপনার সাথেই আছি: মিরাজ



মিরাজ তার স্ট্যাটাসে লিখছে, এটা কোন বিষয়ই না ভাই। আমরা সবসময় আপনার সাথেই আছি। আপনি আরো শক্তভাবে ফিরবেন। হয়তো আমরা আপনাকে অল্প কিছুদিনের জন্যই মিস করবো। ইনশাআল্লাহ খুব শিঘ্রই আবার আপনাকে ফিরে পাবো আমরা।



আগের চেয়ে আরও শক্তভাবে ফিরে আসবে সাকিব: উম্মে শিশির



এর আগে শক্ত মানসিকতার পরিচয় দিয়ে স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। যেখানে তিনি লিখেছেন, ‘কিংবদন্তিরা কখনোই রাতারাতি কিংবদন্তি হয়ে যান না। তাদের অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয়। কঠিন সময় আসবেই এবং তারা জানে কীভাবে শক্ত থেকে এসবের মোকাবেলা করতে হয়। আমরা জানি সাকিব আল হাসান কতটা শক্ত মনের মানুষ।’



‘এটা (আইসিসির নিষেধাজ্ঞা) বলা যায় নতুন শুরুর সূচনা। সে নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও শক্তভাবে ফিরে আসবে। ইনজুরির কারণে এর আগেও অনেকবার ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। আমরা সবাই দেখেছি বিশ্বকাপে সে কী দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনাদের সবার সমর্থন ও ভালোবাসায় আমরা আপ্লুত। সকলের এই ঐক্যটা জাতি হিসেবে খুব দরকার আমাদের।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top