ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পথে টাইগাররা


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০১৯ ০১:২১

আপডেট:
১৪ জানুয়ারী ২০২৬ ০০:৫৫

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পথে টাইগাররা

প্রভাত ফেরী ডেস্ক: দ্বিতীয় ইনিংসেও একই চিত্র। ছন্নছাড়া ব্যাটিংয়ে হতশ্রী অবস্থা বাংলাদেশের। একের পর এক ব্যাটসম্যান আসছেন আর যাচ্ছেন। সবশেষ যাওয়া- আসার মিছিলে যোগ দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোহাম্মদ শামির অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে স্লিপে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।



শেষ খবর পাওয়া পর্যন্ত উইকেটে ১০৫ রান করেছেন টাইগাররা। স্বাভাবিকভাবেই ধুঁকছেন তারা। ২০ রান নিয়ে ব্যাট করছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন লিটন দাস। তার সংগ্রহ ১৮ রান।



দ্বিতীয় দিনের উইকেটে ৪৯৩ রানেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। এতেই ৩৪৩ রানের লিড নেয় তারা। ফলে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইমরুল কায়েস সাদমান ইসলাম দিনের খেলা শুরু করেন।



দলীয় ১০ রানে বোল্ড হয়ে যান ইমরুল কায়েস। নামের পাশে সেই রান! শিকারী সেই উমেশ যাদব! সাদমানও 'প্রতিজ্ঞা' ভঙ্গ করেননি। তিনিও ইমরুলকে অনুসরণ করে যথারীতি রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন। যেন রানের বেশি করা যাবে না। আজব ব্যাপার হলো, সাদমানের শিকারী ইশান্ত শর্মা! তাদের এমন 'ধারাবাহিকতা' ১০৫ রানে উইকেট হারিয়ে বাংলাদেশ এখন ইনিংস হারের পথে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top