সিডনী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


ফল পঁচার দুর্গন্ধে মেলবোর্ন ইনিস্টিটিউট অব টেকনোলজিতে এলাহী কারবার


প্রকাশিত:
১ মে ২০১৮ ০০:১৯

আপডেট:
১৪ মে ২০২৪ ০৯:৪৮

ফল পঁচার দুর্গন্ধে মেলবোর্ন ইনিস্টিটিউট অব টেকনোলজিতে এলাহী কারবার

সন্দেহজনক গ্যাসের গন্ধের কারণে অস্ট্রেলিয়ার রয়েল মেলবোর্ন ইনিস্টিটিউট অব টেকনোলজির পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত জানা গেছে, সেটি গ্যাসের নয় বরং বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে থাকা কাঠালজাতীয় ফল ডুরিয়ান পঁচার গন্ধ ছিল সেটি।



রোববার বিবিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীরা অভিযোগ করে লাইব্রেরি ভবন থেকে সম্ভবত গ্যাসের গন্ধ বের হচ্ছে। এরপরই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের বের করে নেওয়া হয়। প্রথমে অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছিলেন, ভবনে সম্ভবত কোনো বিপজ্জনক রাসায়নিক পদার্থ রাখা হয়েছে। সেটাই হয়তো এই গন্ধ ছড়াচ্ছে।



ভবনে ব্যাপক তল্লাশির পর একটি কক্ষের কাপবোর্ড থেকে পাওয়া যায় মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান। সেটা পঁচেই এই দুর্গন্ধ ছড়াচ্ছিল।



অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ডুরিয়ান পঁচার দুর্গন্ধ বিশ্ববিদ্যালয়ের শীতলীকরণ ব্যবস্থা দিয়ে ছড়িয়ে পড়েছিল।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top