সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সিডনিতে বাংলাদেশী নারীর মৃত্যু, তথ্য চাচ্ছে পুলিশ


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২০ ২২:৫৪

আপডেট:
১৮ অক্টোবর ২০২০ ২৩:০২

 

প্রভাত ফেরী: ওয়েস্টার্ন সিডনির ওয়েন্টওয়ার্থভিলে নিজ বাসস্থানে ২৩ বছর বয়সী এক নারীকে মৃত পাওয়া গেছে। পুলিশ বলছে ঐ নারী বাংলাদেশী বংশোদ্ভূত।

গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ২:৪০ এ লেইন স্ট্রিটে একজন নারী আহত হয়েছে বলে ইমার্জেন্সি সার্ভিসকে খবর দেওয়া হয়। পুলিশ ও প্যারামেডিকরা এসে দেখতে পান, ২৩ বছর বয়সী সেই নারী তখন সাড়া দিতে পারছিলেন না। এরপর তাকে আর বাঁচানো যায় নি।

ডিটেক্টিভ অ্যাক্টিং সুপারিন্টেন্ডেন্ট সাইমন গ্লাসার বলেন, আমরা মনে করি, তাকে আঘাত করা হয়েছিল। তবে আমরা নিশ্চিত নই যে, কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা।এটি একটি মর্মান্তিক ঘটনা- আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করছি এবং এই হত্যাকাণ্ড তদন্ত করার জন্য আমরা একটি স্ট্রাইক ফোর্স নিয়োজিত করেছি।

গত বৃহস্পতিবার অ্যাস্টোরিয়া কোর্ট, মারোব্রা থেকে পুলিশ ২৪ বছর বয়সী একজন পুরুষকে গ্রেপ্তার করেছে। তাকে মারোব্রা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। সেখানে তিনি পুলিশকে তদন্তে সহায়তা করছেন।

পুলিশ নিশ্চিত করেছে যে, এই নারী বাংলাদেশী বংশোদ্ভূত। এই ঘটনা সম্পর্কে যদি কারও কোনো কিছু জানা থাকে, তাহলে তাকে ক্রাইম স্টপার্স এর সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে: 1800 333 000 কিংবা https://nsw.crimestoppers.com.au.


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top