সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


খোলা হলো অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত


প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ২৩:২৭

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৬:২৬

 

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১ নভেম্বর, ২০২১ এর আপডেট এটি।

নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং ক্যানবেরায় বসবাসরত টিকাপ্রাপ্ত স্থায়ী বাসিন্দা এবং নাগরিকবৃন্দ আজ থেকে আন্তর্জাতিক ভ্রমণ করতে পারবেন। দেশে ফেরার পর তাদের কোয়ারেন্টিন বা আলাদা কোন ব্যবস্থার দরকার হবে না।

অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা এবং নাগরিকদের বাবা মায়েরাও আজ থেকে অস্ট্রেলিয়ায় আসতে পারবেন। এজন্যে বিশেষ অব্যাহতির আবেদন করতে হবে সংশ্লিষ্ট 'ট্রাভেল একজেম্পশন পোর্টাল' থেকে।

সব ডোজ টিকাপ্রাপ্ত এনএসডব্লিউ'র অধিবাসীরা বৃহত্তর সিডনী এবং রাজ্যের রিজিওনাল এলাকায় ছুটি কাটাতে পারবেন আর অবকাশ যাপনে যেতে পারবেন ।

এনএসডব্লিউ'র সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের প্রবেশ ঘোষণা বা এন্ট্রি ডিক্লারেশন এর দরকার হবে না।

১৬ বছরোর্ধ্ব এবং সব ডোজ টিকাপ্রাপ্ত না হলে ভিক্টোরিয়ার বাসিন্দারা নিউ সাউথ ওয়েলসে ভ্রমণ করতে পারবেন না।

পূর্ন ডোজ টিকাপ্রাপ্ত ক্যানবেরার বাসিন্দারা ভিক্টোরিয়ার এবং নিউ সাউথ ওয়েলসে ভ্রমণ করতে পারবেন।

টিকা বিতরণ 

এনএসডব্লিউর প্রাপ্তবয়স্ক বাসিন্দা যারা ছয় মাস পূর্বে কভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন, তারা এখন থেকে ফার্মেসি, জিপি  ক্লিনিক এবং গন টিকা কেন্দ্র থেকে তৃতীয় ডোজ টিকা নিতে পারবেন। 

পরিসংখ্যানে কোভিড-১৯ 

ভিক্টোরিয়া ১,৪৭১ নতুন স্থানীয় কেস এবং ৪ জনের মৃত্যু রেকর্ড করেছে।

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে অর্জিত ১৩৫ টি নতুন কেস এবং চারজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top