সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি অস্ট্রেলিয়ার শীর্ষ খ্রিষ্টীয় ধর্মনেতা কার্ডিনাল জর্জ


প্রকাশিত:
৯ মে ২০১৮ ০২:৩৪

আপডেট:
১৮ মে ২০২৪ ২২:১৬

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি অস্ট্রেলিয়ার শীর্ষ খ্রিষ্টীয় ধর্মনেতা কার্ডিনাল জর্জ

অস্ট্রেলিয়ার আদালত আদেশ জারি করেছেন যে, ধর্ষণের দায়ে দেশটির শীর্ষ খ্রীষ্টিয় নেতা কার্ডিনাল জর্জ পেলকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।৭৬ বছর বয়সী কার্ডিনাল পেল হলেন খ্রিষ্টান ধর্ম নিয়ন্ত্রণের প্রধান নিয়ন্ত্রক ভ্যাটিকেনের ট্রেজারার এবং অস্ট্রেলিয়ার শীর্ষ ক্যাথেলিক গুরু। একইসাথে তিনি ভ্যাটিকেনের প্রভাবশালী একজন সদস্যও।



তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ আনা হলেও আদালত জানিয়েছেন যে অন্তত একটি ধর্ষণের অভিযোগে তাকে আদালতের মুখোমুখি হতে হবে। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। 



 



গত বছর জুন মাসে একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ এ বয়োজ্যোষ্ঠ্য খ্রিষ্টীয় ধর্মগুরু বিরুদ্ধে ঐতিহাসিক চার্জ গঠন করে।মেলবোর্নের এক আদালতে মেজিস্ট্রেট বেলিন্ডা ওয়ালিংটন আদেশ জারি করেন যে, অন্তত একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top