সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


করোনা নিয়ন্ত্রণে জারি করা আইসোলেশন তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২২ ০১:০৩

আপডেট:
৩ অক্টোবর ২০২২ ০১:১৫

 

আগামী মাস থেকে করোনা মহামারি নিয়ন্ত্রণে জারি করা বাধ্যতামূলক আইসোলেশন বিধিনিষেধ তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমানে কেউ করোনা আক্রান্ত হলে তাকে বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হয় পাঁচ দিন। দেশটিতে মহামারি শুরু হওয়ার পর থেকে এই কঠোর বিধিনিষেধ চালু হয়। আগামী ১৪ অক্টোবর থেকে থাকছে না সেই বিধিনিষেধ।

অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার পল কেলি জানিয়েছেন, ‘জরুরি অবস্থা’ শেষ হয়ে গেছে। যদিও তিনি বলেন যে, তবে এর অর্থ কিন্তু এমনটা দাঁড়াচ্ছে না যে মহামারি শেষ হয়ে গেছে। বাধ্যতামূলক আইসোলেশন অন্যান্য বিধিনিষেধের মধ্যে একটি সতর্কতামূলক ব্যবস্থা ছিল। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, দৈনিক ৫ হাজার ৫০০ জনের মতো আক্রান্ত হচ্ছে করোনায়। এটি বিশ্বের অন্যতম টিকাপ্রাপ্ত একটি দেশ।

ঐ চিকিৎসক আরো বলেন, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কম। দেশটিতে এ পর্যন্ত করোনায় ১৫ হাজার মানুষ মারা গেছেন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়া প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক সীমানা বন্ধ রাখে এবং সারা দেশে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top