সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


২০২৫ সাল নাগাদ চাঁদে গাছ লাগানোর পরিকল্পনা অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ০১:৫৩

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:২০

 

নতুন এক অভিযানের অংশ হিসাবে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। ২০২৫ সাল নাগাদ চাঁদে গাছ লাগানোর চেষ্টা করছেন। শুক্রবার এ সংক্রান্ত একটি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

ভবিষ্যতে চাঁদের বুকে মানুষের বসতি স্থাপনের উপায় বের করতে এ গবেষণা সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এএফপি।

কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানী ব্রেট উইলিয়ামস বলেন, ইসরাইলের বেসরকারি চন্দ্রাভিযানের অংশ হিসাবে বেরেশিট ২ মহাকাশ যানে করে চাঁদে বীজ পাঠানো হবে। মহাকাশ যানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর বীজগুলো একটি বদ্ধ জায়গায় রেখে পানি দেওয়া হবে। এরপর এগুলোর অঙ্কুরোদ্গম এবং বিকাশ পর্যবেক্ষণ করা হবে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top