সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


অস্ট্রেলিয়ায় বন্যাঃ দুর্যোগকবলিত এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২২ ১১:৩২

আপডেট:
১৬ অক্টোবর ২০২২ ১১:৪৮

 

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার জেরে অস্ট্রেলিয়ার তিন রাজ্যের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, দেশটির কিছু অংশে অক্টোবরের গড় বৃষ্টিপাতের তিন গুণেরও বেশি বৃষ্টি হয়েছে মাত্র ২৪ ঘণ্টায়।

অব্যাহত বৃষ্টিপাতে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কয়েকটি শহরেও দেখা দিয়েছে বন্যা। স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

এরই মধ্যে অন্তত ৫০০ বাড়ি প্লাবিত হয়েছে। বন্যার জেরে একজন মারা গেছে এবং আরেকজন নিখোঁজ রয়েছে। দেশটিতে এ বছর বন্যায় মোট প্রাণহানি ঘটেছে ২০ জনের।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য ভিক্টোরিয়া চলতি সপ্তাহে বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেলবোর্ন থেকে কিছু মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্লাবিত হওয়া ঘরবাড়ির সংখ্যা ক্রমেই বাড়ছে। সরকারি কর্মকর্তারা বলছেন, এটা শুধু শুরু হয়েছে। পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top