সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


কামিন্সের কাঁধেই তুলে দেওয়া হলো ওয়ানডের নেতৃত্ব


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২২ ২৩:৩৬

আপডেট:
১৯ মে ২০২৪ ০৫:১৭

 

 

গত মাসে ওয়ানডে থেকে অ্যারন ফিঞ্চের অবসর নেওয়ার পর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয় অস্ট্রলিয়ার পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবে সেটি নিয়ে। অবশেষে জানা গেলো সেই নাম। টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের হাতেই ওয়ানডের দায়িত্বও তুলে দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ফিঞ্চের অবসর নেওয়ার পর থেকে ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে স্টিভ স্মিথ, মিচেল মার্শের নামও এসেছে অধিনায়ক হওয়ার জন্য। সাদা পোশাকের দায়িত্বে থাকা প্যাট কামিন্সের নামও এসেছে অনেকবার। তবে কামিন্স নিজে চাননি সাদা পোশাকের পর আবার সাদা বলের দায়িত্ব নিতে। টেস্ট অধিনায়ক হওয়ায় প্রচুর খেলার কারণে ওয়ানডে অধিনায়কত্বের চাপ নিতে চাননি, এমনটিও জানিয়েছিল সংবাদমাধ্যম। তবে শেষমেশ টেস্ট কাপ্তানের ওপরেই ভরসা রাখলো সিএ। কামিন্সের কাঁধেই তুলে দেওয়া হলো ওয়ানডের নেতৃত্ব।

২০২৩ সালের পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ উদ্দেশ্য করেই কামিন্সকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক জর্জ বেইলি জানান, ‘টেস্ট দলের অধিনায়কত্ব নেওয়ার পর থেকে প্যাট দুর্দান্ত কাজ করেছে এবং তার অধীনে ভারতে ২০২৩ বিশ্বকাপে ওয়ানডে দল কেমন করে, তা দেখতে মুখিয়ে আছি আমরা।’

নতুন অধিনায়কত্ব পেয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে পূর্বসুরি ফিঞ্চকে স্মরণ করে কামিন্স বলেন, ‘ফিঞ্চের অধীনে খেলা আমি পুরোপুরি উপভোগ করেছি এবং তার নেতৃত্ব থেকে অনেক কিছু শিখেছি। তার ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করা খুব কঠিন। তবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে দারুণ অভিজ্ঞ এক ওয়ানডে স্কোয়াড পেয়েছি।’

সিএর জাতীয় দলের প্রধান বেন অলিভার জানিয়েছেন, ‘তিন সংস্করণেই অধিনায়কত্ব করার মতো বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় পেয়ে আমরা ভাগ্যবান। পরবর্তী ধাপ অর্থাৎ ২০২৩ বিশ্বকাপের জন্য বোর্ড এবং নির্বাচকেরা কামিন্সকেই ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আদর্শ মনে করেছেন।’

বিশ্বকাপের পরই ওয়ানডে অভিযান শুরু হবে অধিনায়ক প্যাট কামিন্সের। আগামী ১৭ নভেম্বর ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু দলটির। এরপর জানুয়ারিতে নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলার কথা আছে অজিদের।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top