সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


মেলবোর্নের আবহাওয়ার অনিশ্চিত চরিত্রেই মাঠে গড়াচ্ছে ফাইনাল


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২২ ০১:৫১

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:১৮

 

পারফরম্যান্সের ওঠা আর নামার কোনো ঠিক-ঠিকানা নেই বলে ক্রিকেটের চিরকালীন ‘আনপ্রেডিক্টেবল’ দল পাকিস্তান। অবশ্য তাঁদের চেয়ে কোনো অংশে কম নয় মেলবোর্নের আবহাওয়াও। এই রোদ তো একটু পরেই আকাশের মন খারাপ। ঝমঝমিয়ে নামা বৃষ্টির কিছুক্ষণের মধ্যেই আবার ঝলমলে আকাশ।আবহাওয়ার এমন অনিশ্চিত চরিত্রে কখনো কখনো ক্রিকেটটাও বড় বাঁচা বেঁচে যায়। যেমন বেঁচে যাওয়ার পথে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালও।

এই ফাইনাল হয় কিনা, ঘোর সংশয় ছিল তা নিয়েই। রোববার তো বটেই, এমনকি সোমবার রিজার্ভ ডে’তেও বৃষ্টির আশঙ্কা ছিল আবহাওয়ার পূর্বাভাসে। অস্ট্রেলিয়ার সরকারী আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে শনিবার গভীর রাতেও দেখাচ্ছিল যে ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা শতভাগ, এমনকি ম্যাচের সময়ও। ফাইনাল হওয়া নিয়ে আশঙ্কার মধ্যেও এই আশা ছিল যে আবহাওয়ার পূর্বাভাসও ঘন ঘন বদলায়। রবিবার সকাল হতে না হতেই সেই পরিবর্তনের বাতাসও বয়ে গেল। মিষ্টি রোদে হেসে উঠলো মেলবোর্নের আকাশ। সেই হাসি সারাদিন না থাকলেও বৃষ্টিও হলো না। আবহাওয়ার পূর্বাভাসেও ম্যাচের সময় বৃষ্টি এখন আর দেখাচ্ছে না। বৃষ্টি যা হওয়ার কথা, তা রাত ১১টার পরে। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফাইনাল শুরু হয়ে শেষও হয়ে যাওয়ার কথা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) প্রেস বক্সে বসে এই প্রতিবেদন লেখার সময় (সন্ধ্যা ৬টা) ইংল্যান্ড ও পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে এসে গা গরমও করতে শুরু করে দিয়েছেন। গ্যালারিও ভরে উঠছে, আর স্টেডিয়ামের বাইরে পাকিস্তানি সমর্থকদের জনারণ্যে ইংল্যান্ডের সমর্থকদের খুঁজে পাওয়াই দায়। ফাইনালে পাকিস্তান দলের অনিশ্চিত চরিত্র ফুটে উঠবে কিনা, তা কে জানে! তবে মেলবোর্নের আবহাওয়ার অনিশ্চিত চরিত্রের সুবিধাভোগী দুই দলই। ফাইনালটি তো অন্তত যথাসময়েই শুরু হচ্ছে! নির্ধারিত সময়েই শিরোপার নিষ্পত্তিও দেখে ফেলার কথা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top