সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


চীন সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২২ ০০:২৯

আপডেট:
১৮ মে ২০২৪ ২১:৩৫

 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (২০ ডিসেম্বর) চীন সফরে যাচ্ছেন। চার বছরের মধ্যে অস্ট্রেলিয়ার কোনো শীর্ষ কূটনীতিকের এটাই প্রথম চীন সফর। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষকরা একে দুই দেশের সম্পর্ক গলানোর উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন। ক্যানবেরা জানিয়েছে, পেনি ওং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বেইজিং সফর করছেন। সফরকালে তিনি চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পেনি ওং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বেইজিং সফর করছেন।পেনি ওং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বেইজিং সফর করছেন।

এ সফরের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া চায় চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক। তিনি বলেছেন, 'আমরা যেখানে পারব সহযোগিতা করব, প্রয়োজনে দ্বিমত করব এবং জাতীয় স্বার্থে নিয়োজিত থাকব।'

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ২০১৮ সালে চীন সফর করেছিলেন। এর পরে এক সময়ের বিস্ময়কর সম্পর্কে ফাটল শুরু হয়। রাজনীতিসহ বিভিন্ন নৈতিক ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য বাড়তে থাকে।

যাইহোক, চীন এখনও অস্ট্রেলিয়ার বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। অস্ট্রেলিয়া চীনকে প্রচুর আকরিক, ধাতু ও খনিজ সরবরাহ করে। এটি চীনের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top