সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


অস্ট্রেলিয়ার জঙ্গলে মিলল ২.৭ কেজি ওজনের কুনোব্যাঙ


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৩ ০২:৫৩

আপডেট:
১৮ মে ২০২৪ ২২:৫৭

 

অস্ট্রেলিয়ার জঙ্গলে বিশালাকার একটি কুনোব্যাঙ পাওয়া গেছে। সচরাচর যে আকারের কুনোব্যাঙ দেখা যায়, তার চেয়ে গড়ে ছয় গুণ বড় এই ব্যাঙ। বিবিসি জানিয়েছে, ব্যাঙটির ওজন ২.৭ কিলোগ্রাম। এটি সবচেয়ে বড় কুনোব্যাঙ হিসেবে বিশ্বরেকর্ড ভেঙে ফেলতে পারে। বিবিসি

ব্যাঙটিকে একটি পাত্রে রাখা হয়েছে। এরই মধ্যে জঙ্গল থেকে এটি সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, পার্কের রেঞ্জার কাইলি গ্রে কুইন্সল্যান্ডে ঘুরে বেড়ানোর সময় বিশাল আকারের উভচর প্রাণীটিকে দেখতে পান। এত বড় আকারের ব্যাঙ দেখতে পেয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাইলি বলেন, এত বড় কুনোব্যাঙ আমি কখনো দেখিনি। এটার আকার অনেকটা ফুটবলের মতো; তার আবার পা আছে। এটা যে কুনোব্যাঙ, তা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছিল।

কুনোব্যাঙটি নারী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে বিশ্বের সবচেয়ে বড় কুনোব্যাঙ হিসেবে রেকর্ড রয়েছে ২.৬৫ কেজির প্রিনসেন-এর। সুইডেনের ওই ব্যাঙের রেকর্ড ভাঙতে পারে কুইন্সল্যান্ডের টডজিলা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top