সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


এবার অস্ট্রেলিয়ার সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৩ ২০:২৭

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:৫৮

 

চীনের তৈরি অ্যাপ টিকটক নিয়ে বিভিন্ন দেশেই সমস্যা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোসহ বহু দেশই টিকটকের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। আর এরই ধারাবাহিকতায় এবার সরকারি ফোনে টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। চলতি সপ্তাহেই এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে। অস্ট্রেলিয়া চলতি সপ্তাহে সরকারি ফোনে টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবে বলে অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলো সোমবার রাতে জানিয়েছে।
অস্ট্রেলিয়ান সংবাদপত্রের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের পর্যালোচনা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছেন। এ ছাড়া ভিক্টোরিয়া প্রদেশও সরকারি ফোনে চীনা এই ভিডিও অ্যাপ নিষিদ্ধ করবে বলে দ্য এজ পত্রিকা জানিয়েছে। প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ফেডারেল সরকারের নির্দেশনা অনুসরণ করবে ভিক্টোরিয়া।
অবশ্য চীনের তৈরি অ্যাপ টিকটক নিয়ে বিভিন্ন দেশেই সমস্যা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নিউজিল্যান্ড, কানাডা, বেলজিয়াম এবং ইউরোপীয় কমিশন ইতোমধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অফিসিয়াল ডিভাইস থেকে অ্যাপটিকে নিষিদ্ধ করেছে।
অস্ট্রেলিয়ান সংবাদপত্রের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের পর্যালোচনা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছেন। এ ছাড়া ভিক্টোরিয়া প্রদেশও সরকারি ফোনে চীনা এই ভিডিও অ্যাপ নিষিদ্ধ করবে বলে দ্য এজ পত্রিকা জানিয়েছে। প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ফেডারেল সরকারের নির্দেশনা অনুসরণ করবে ভিক্টোরিয়া।
অবশ্য চীনের তৈরি অ্যাপ টিকটক নিয়ে বিভিন্ন দেশেই সমস্যা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নিউজিল্যান্ড, কানাডা, বেলজিয়াম এবং ইউরোপীয় কমিশন ইতোমধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অফিসিয়াল ডিভাইস থেকে অ্যাপটিকে নিষিদ্ধ করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top