সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


নিউজিল্যান্ডবাসীদের নাগরিকত্ব লাভের নিয়ম শিথিল করলো অস্ট্রেলিয়া


প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৩ ১৯:২৪

আপডেট:
১৯ মে ২০২৪ ০৫:১৭

 

অস্ট্রেলিয়া সে দেশে বসবাসরত নিউজিল্যান্ডবাসীদের নাগরিকত্ব লাভের আগের নিয়মটি আরো শিথিল করেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স আগামীকাল রবিবার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেন সফরে আসছেন। এর এক দিন আগে ওই ঘোষণা দিল অস্ট্রেলিয়া। সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন ক্রিস হিপকিন্স।

আগামী জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। এর ফলে অস্ট্রেলিয়ায় চার বছর বা তার বেশি সময় বসবাসকারী নিউজিল্যান্ডের নাগরিকরা প্রথমে স্থায়ী বাসিন্দা না হয়েই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে ঘোষণাটি দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জানি অনেক নিউজিল্যান্ডবাসী জীবন-জীবিকার তাগিদে বিশেষ ক্যাটাগরির ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছেন। তাদের নাগরিকত্ব প্রদানের এমন সুবিধা দিতে পেরে গর্বিত।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top