সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


ফাইনালে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ভারত


প্রকাশিত:
৭ জুন ২০২৩ ২২:২৩

আপডেট:
১৯ মে ২০২৪ ০৩:৩৬

 

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও ভারত। ইংল্যান্ডের ওভালে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সবুজ উইকেট বিবেচনায় চারজন পেসার নিয়ে নেমেছে ভারত, স্পিনার মাত্র একজন।

ভারতের একাদশে সুযোগ হয়নি রবীচন্দ্রন অশ্বিনের, একমাত্র স্পিনার রবীন্দ্র জাজেদা।
ব্যাট করতে নেমে শুরুতেই উসমান খাজাকে হারিয়েছে অজিরা। রানের খাতা খোলার আগেই মোহাম্মদ সিরাজের শিকার হয়েছেন তিনি। প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৮ রান। ডেভিড ওয়ার্নার ৫ ও মার্নাস লাবুশানে ২ রানে ব্যাট করছেন।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, কে এস ভারত (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ : ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top