সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সামরিক হুমকি তৈরি করবে চীন, বিশ্বাস ৭৫ শতাংশ অস্ট্রেলীয়র


প্রকাশিত:
২ জুলাই ২০২৩ ২৩:৪৭

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:৫৭



৭৫ শতাংশ অস্ট্রেলীয় নাগরিকের ধারণা, আগামী দুই দশকে অস্ট্রেলিয়ার জন্য সামরিক হুমকির কারণ হতে পারে বেইজিং। সম্প্রতি গবেষণা সংস্থা লোই ইনস্টিটিউটের সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে বলা হয়, চীনের প্রতি অস্ট্রেলীয়দের মনোভাবে গত ১২ মাসে কিছুটা পরিবর্তন এসেছে। তবে তারা বেইজিং এর বিষয়ে এখনো সন্দেহ পোষণ করে। যদিও অনেকে ক্যানবেরা এবং বেইজিংয়ের মধ্যে উচ্চ-স্তরের রাজনৈতিক সংলাপ পুনরায় শুরু হতে দেখে খুশি।

২০২২ সালের মে মাসে ক্যানবেরায় বামপন্থী সরকারের নির্বাচনের পর থেকে চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে। গত মার্চে করা বার্ষিক এই জরিপে ভোট দিয়েছে ২০৭৭ জন প্রাপ্তবয়স্ক অস্ট্রেলীয় নাগরিক। এছাড়াও গবেষণা সংস্থাটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার চীনের সাথে জটিল এবং পরস্পরবিরোধী সম্পর্ককে উপস্থাপন করেছে। এতে স্পষ্ট, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি অস্ট্রেলীয়দের আস্থা এখনো কম।

সিডনি-ভিত্তিক লোই ইনস্টিটিউটের পাবলিক অপিনিয়ন অ্যান্ড ফরেন পলিসি প্রোগ্রামের পরিচালক রায়ান নিলম বলেছেন, বেইজিং এবং ক্যানবেরার মধ্যে সম্পর্ক স্থিতিশীল হয়েছে। যদিও অস্ট্রেলীয়দের মধ্যে এখনও উচ্চ স্তরের সন্দেহ রয়েছে। তিনি বলেন, তিন-চতুর্থাংশ অস্ট্রেলীয় মনে করে আগামী দুই দশকে চীন অস্ট্রেলিয়ার জন্য সামরিক হুমকি তৈরি করবে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বৈদেশিক বাণিজ্যের এক-চতুর্থাংশেরও বেশি অংশ চীনের। যা জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক লেনদেনের সম্মিলিত মূল্যের চেয়ে বেশি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে মানবাধিকার, দক্ষিণ চীন সাগর এবং করোনা ভাইরাসের উৎস নিয়ে রাজনৈতিক উত্তেজনায় ক্যানবেরা এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top