সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


অস্ট্রেলিয়ায় ‘কালচারাল বার্নিং’ শুরু


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৩

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৯

দাবানল নিয়ন্ত্রণের প্রাচীন পদ্ধতি

 

ভয়াবহ দাবানল থেকে বাঁচতে প্রাচীণ এবং ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করছে অস্ট্রেলিয়া। ‘কালচারাল বার্নিং’ নামের রীতি অনুসারে নিয়ন্ত্রিত উপায়ে পোড়ানো হয় ঝোপ-জঙ্গল। খবর রয়টার্সের।

সোমবার (১১ সেপ্টেম্বর) নিউ সাউথ ওয়েলসের একটি গ্রামে আয়োজন করা হয় দাবানল নিয়ন্ত্রণের প্রাচীন পদ্ধতিটি। বনের নির্দিষ্ট একটি অংশে ধরানো হয় আগুন। নিয়ন্ত্রিত আগুনের মাধ্যমে পোড়ানো হয় গাছের অগ্রভাগের ডালপালা। যা প্রত্যকটি গাছকে আশেপাশের ডালপালা থেকে আলাদা রাখতে সহায়তা করে। ফলে, যেকোনো একটি গাছে আগুন লাগলেও সেটি বিস্তৃত এলাকায় ছড়াবে না।

কর্মসূচির আয়োজক সংস্থা ‘জাগুন’ দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০টি কালচারাল বার্নিং সম্পন্ন করেছে। ২০১৯-২০ সালে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ৩৪ জন। তাছাড়া এতে কয়েক হাজার বন্যপ্রাণীর মৃত্যু হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top