সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সতর্ক করলো বাংলাদেশ হাইকমিশন


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৩

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:৫১

গ্রাফিক্স

 

কর্মসংস্থানের জন্য ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক ব্যক্তিদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় ভিসা দেওয়ার নামে কিছু অসাধু ব্যবসায়ী বাংলাদেশিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ সতর্কতার কথা তুলে ধরেছে বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় কাজের ভিসার ধরন, ভিসা পাওয়ার ক্ষেত্রে শর্ত ও যোগ্যতা সম্পর্কে নানা তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, অস্ট্রেলিয়ার কাজের ভিসা দেওয়ার নামে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। শর্ত পূরণ করা ছাড়াই অর্থের বিনিময়ে ভিসা পাওয়ার প্রলোভনে পড়া থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার কাজের ভিসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশনের সহায়তা নেওয়া যাবে। এ ছাড়া ভিসার সব তথ্য অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগের ওয়েবসাইটে

(https://immi.homeaffairs.gov.au/visas/getting-a-visa/visa-finder) পাওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top