সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে তিমির ধাক্কায় নৌকা উল্টে একজনের মৃত্যু


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৩ ১৬:৪৩

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:৫২

 

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের উপকূলে তিমির ধাক্কায় নৌকা উল্টে একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস প্রদেশের রাজধানী সিডনি থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বের লা পেরোস উপশহরের উপকূলে তিমির ধাক্কায় মাছ ধরার একটি নৌকা উল্টে যায়। নৌকায় দুজন ছিলেন। তাঁদের মধ্যে ৬১ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। অপরজন আহত হয়েছেন। ৫৩ বছরের ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ধারণা, তিমির ধাক্কায় নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে যায়। এতে করে নৌকায় থাকা দুই ব্যক্তি পানিতে পড়ে যান।

নিউ সাউথ ওয়েলস প্রদেশের এক মন্ত্রী এ ঘটনাকে ‘অপ্রত্যাশিত দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন।

নৌ পুলিশের কর্মকর্তা সিওভান মুনরো বলেন, তিনি এর আগে এমন ঘটনা দেখেননি।
অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে ১০টি বড় প্রজাতি ও ২০টি ছোট প্রজাতির তিমি দেখা যায়। তবে শনিবারের ঘটনার জন্য ‘দায়ী’ তিমি কোন প্রজাতির ছিল, তা জানা যায়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top