সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করবে শ্রীলঙ্কা


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৩ ১৬:৫৫

আপডেট:
১৬ অক্টোবর ২০২৩ ২০:১৬

 

দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ম্যাচ আজ। অনেকটা অলিখিত সেমিফাইনালে রূপ নিয়েছে এই ম্যাচটি। আজ যে দল হারবে, তারাই খাদের কিনারে চলে যাবে। আর ২ পয়েন্ট যারা পাবে, তাদের সেমির সম্ভাবনা বেশ ভালোভাবে জেগে উঠবে। উভয় দলই প্রথম দুটি ম্যাচ হেরেছে। আজ লক্ষ্ণৌতে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হয়েছে তারা। টিকে থাকার লড়াইয়ে অজিদের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।

এমন টিকে থাকার ম্যাচের আগে অধিনায়ক দাসুন শানাকাকে হারিয়েছে শ্রীলঙ্কা। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তাঁর বদলে আজ খেলবেন চামিকা করুনারত্নে। নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটকিপার), মার্কাস স্টয়নিশ গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েল্লাগে, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top