সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


অস্ট্রেলিয়ায় আগুন বিমান বিধ্বস্ত, নিহত ৩


প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৩ ১৫:২২

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:৫৭


উত্তর অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে দাবানলের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে শনিবার একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। দেশটির জরুরি পরিষেবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


বিমানটি কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ম্যাককিনলে শহরের আউটব্যাক শহরের কাছে পড়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য জুড়ে এক ডজনের বেশি এলাকায় আগুন জ্বলছে।


দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সামাজিক মাধ্যমের পোস্টে বলেছেন, ‘ভয়ঙ্করভাবে দুঃখজনক যে তিন সাহসী আত্মা তাদের সহকর্মী অস্ট্রেলিয়ানদের সাহায্য করার জন্য কাজ করে কুইন্সল্যান্ডে তাদের জীবন দিয়েছেন। বুশফায়ারের সামনের সারিতে থাকা বিপদগুলোর একটি দুঃখজনক অনুস্মারক।’

দুর্ঘটনার কারণ জানা যায়নি এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো ঘটনার তদন্ত করবে।

অস্ট্রেলিয়া ২০১৯-২০ সাল থেকে মারাত্মক বুশফায়ারের শিকার হচ্ছে। এই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বেশিরভাগ সময়। পূর্ব সমুদ্র তীর জুড়ে ছড়িয়ে পড়া আগুনে বনের বিস্তীর্ণ অংশ পুড়ে যায়, লক্ষ লক্ষ প্রাণী মারা যায় এবং শহরগুলো বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢেকে যায়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top