সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


১০ হাজার ডোনাটভর্তি ভ্যান চুরির অভিযোগে নারী গ্রেপ্তার


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩ ১৭:১৯

আপডেট:
১৯ মে ২০২৪ ০৩:৪৩


অস্ট্রেলিয়ায় এক নারীর বিরুদ্ধে ১০ হাজার ডোনাটভর্তি একটি ডেলিভারি ভ্যান চুরির অভিযোগ আনা হয়েছে। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ভ্যানটি ২৯ নভেম্বর ভোরে সিডনি শহরতলির একটি পেট্রল স্টেশন থেকে নিখোঁজ হয়। এক সপ্তাহ পর একটি গাড়ি পার্ক করার জায়গায় পুলিশ পরিত্যক্ত অবস্থায় ভ্যানটিকে খুঁজে পায়।


ভ্যানে থাকা হাজার হাজার ডোনাট নষ্ট হয়ে গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
বিবিসি বলেছে, পুলিশ বৃহস্পতিবার ২৮ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করে। তার জামিন বাতিল করা হয়। তিনি গাড়ি চুরি ও অযোগ্য হয়েও গাড়ি চালানোর অভিযোগের মুখোমুখি হয়েছেন।


ঘটনার সিসিটিভি ফুটেজে অভিযুক্ত নারীকে স্থানীয় সময় ২৮ নভেম্বর ভোর প্রায় ৪টার দিকে স্টেশনে দেখা যায়। এরপর তিনি ওই ডেলিভারি ভ্যানে প্রবেশ করেন এবং গাড়িটি চালিয়ে নিয়ে যান।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলেছে, ঘটনার সময় ভ্যানে ১০ হাজার ডোনাট থাকার কথা অভিযুক্ত নারী জানতেন কি না তা স্পষ্ট নয়।

এদিকে ভ্যানটি নিখোঁজ হওয়ার পর ডোনাটের কম্পানি পুলিশে অভিযোগ জানায়।


পাশাপাশি তারা গ্রাহকদের আশ্বস্ত করে, চুরি যাওয়া ১০ হাজার ডোনাট প্রতিস্থাপনের জন্য তারা কাজ করছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top