সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


উত্তাল তাসমান সাগরে একটি জাহাজ থেকে ৮৩টি কনটেইনার পড়ে গেছে


প্রকাশিত:
৪ জুন ২০১৮ ১০:১২

আপডেট:
১৮ মে ২০২৪ ২২:১৬

উত্তাল তাসমান সাগরে একটি জাহাজ থেকে ৮৩টি কনটেইনার পড়ে গেছে
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূলের অদূরে উত্তাল তাসমান সাগরে একটি জাহাজ থেকে ৮৩টি কনটেইনার পড়ে গেছে।


বৃহস্পতিবারের এ ঘটনার পর সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়ার মেরিটাইম কর্তৃপক্ষ, খবর বিবিসির।



ওই দিন উত্তাল তাসমান সাগরে প্রবল ঢেউয়ের তোড়ে তাইওয়ানের মালিকানাধীন একটি জাহাজ থেকে কনটেইনারগুলো পড়ে যায়। 



ওই ঘটনার পর সিডনির উত্তরদিকের সৈকতে স্যানিটারি পণ্য, সার্জিক্যাল মাস্ক ও ডায়াপার ভেসে আসতে শুরু করেছে। এসব বস্তু তিমি ও অন্যান্য সামুদ্রিক প্রাণী গিলে ফেললে সেগুলো তাদের জন্য বিপজ্জনক হতে পারে, এমন উদ্বেগ দেখা দিয়েছে।



গণমাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, কিছু কনটেইনার খুলে গেছে ও জাহাজ থেকে ঝুলে আছে। ৩০টি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে। 



কিছু আংশিক ডুবন্ত কনটেইনার প্রমোদতরী ও বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হয়ে সাগরে ভাসছে।



“এগুলোর মধ্যে ৪০ ফুটের কনটেইনারও আছে, এগুলো পানির এক বা দুই ফুট নিচে ডুবন্ত অবস্থায় ভেসে আছে। সবচেয়ে ভাল পরিস্থিতিতেও এগুলোকে চিহ্নিত করা কঠিন, কিন্তু রাতে ও প্রবল ঢেউয়ের মধ্যে এগুলোকে চিহ্নিত করা প্রায় অসম্ভব,” বলেছেন অস্ট্রেলিয়ার রোডস এন্ড মেরিটাইম সার্ভিসের নির্বাহী পরিচালক অ্যাঙ্গাস মিচেল।



লাইবেরিয়ায় রেজিস্ট্রিকৃত ওয়াইএম এফিসিয়েন্সি নামের ওই জাহাজটি তাইওয়ান থেকে সিডনির পোর্ট বোটানিতে যাওয়ার পথে পাঁচ মিটার উঁচু ওই ঢেউয়ের তোড়ে পড়ে।     


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top