সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়লেন জেমস সাদারল্যান্ড


প্রকাশিত:
৬ জুন ২০১৮ ১৪:০২

আপডেট:
১৮ মে ২০২৪ ২২:২৭

ক্রিকেট অস্ট্রেলিয়া  ছাড়লেন জেমস সাদারল্যান্ড

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন জেমস সাদারল্যান্ড। তিনি বলেছেন, তার ওই পদ থেকে সরে যাওয়ার এটাই সঠিক সময়।



বুধবার সকালে মেলবোর্নে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে ১৭ বছরের সাদারল্যান্ড যুগের অবসান হলো।



২০১৯ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।



 



১৯৯৮ ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত হন সাদারল্যান্ড। ২০০১ সাল থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার সময়কালে ৩ বার বিশ্বচ্যাম্পিয়ন হয় অসিরা।



১৯৯৯ সালের পর ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। তবে সাম্প্রতিক সময়ে বল ট্যাম্পারিং কেলেঙ্কারি ও দক্ষিণ আফ্রিকায় সিরিজ হার নিয়ে টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যায় অস্ট্রেলিয়ার ক্রিকেট। সেই সাথে ক্রিকেটে দুর্নীতি নিয়ে আল জাজিরার প্রকাশিত ডকুমেন্টারিতেও অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে পাতানো খেলার অভিযোগ ওঠে।



এক সংবাদ বিবৃতিতে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে ৫২ বছর বয়সী সাদারল্যান্ড বলেছেন, ‘প্রায় ২০ বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে থাকার পর মনে হয়েছে এটাই পদত্যাগের সঠিক সময়। আমার মনে হয়েছে এটাই আমার জন্য ও ক্রিকেটের জন্য সঠিক সময়।’



এদিকে সাদারল্যান্ডের পদত্যাগে পর এক বিবৃতিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পেভার বলেছেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটকে দারুণভাবে পরিচালনার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড ও ম্যানেজমেন্টের পক্ষ থেকে জেমসকে ধন্যবাদ জানাই।’



অস্ট্রেলিয়ার ক্রিকেটে সাদারল্যান্ডের সাফল্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় টি-টুয়েন্টি লিগ চালু এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে বড় অংকের সম্প্রচার সত্ত্ব বিক্রি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top