সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মধ্যপ্রাচ্যে থেকে সেনা প্রত্যাহার করবে না অস্ট্রেলিয়া


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২০ ১০:৪৭

আপডেট:
১১ জানুয়ারী ২০২০ ০৫:১২

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: ইরাকে অবস্থান করা কোনো অস্ট্রেলীয় সেনা সদস্যকে প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সাংবাদিকদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইরাকে যে সব অস্ট্রেলীয় সেনা সদস্য রয়েছে তারা সেখানেই থাকবে। ইরাকে তারা তাদের মিশন চালিয়ে যাবে।

সাংবাদিকদের মরিসন আরও বলেন, এই সপ্তাহের মধ্যেই হরমুজ প্রণালীতে একটি অস্ট্রেলীয় নৌযান পাঠানো হবে। সেখানে চলাচলকৃত জাহাজগুলোর সুরক্ষায় নৌযানটি কাজ করবে।

ইরাকে অবস্থিত মার্কিন প্লেন ঘাঁটিতে হামলা করার পরেই এই ঘোষণা দিলো অস্ট্রেলিয়া। এদিকে হামলার পর মার্কিন জোটের অনেক দেশই তাদের সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top