বিমানের তৃতীয় ড্রিমলাইনার গাঙচিলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
 প্রকাশিত: 
 ২৩ আগস্ট ২০১৯ ০০:১৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:০৯
                                প্রভাত ফেরী ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাঙচিল’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে নতুন বোয়িং এর উদ্বোধন করেন তিনি।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী তাকে স্বাগত জানান। এরপর ফিতা কেটে বিমানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় বিমানটি ঢাকা থেকে যাত্রী নিয়ে আবুধাবীর উদ্দেশে রওনা দেবে।
চলতি বছরের ২৫ জুলাই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার সিয়াটল থেকে ঢাকায় আনা হয়। এই নিয়ে ‘গাঙচিল’সহ বিমান বহরে তিনটি ড্রিমলাইনার যুক্ত হলো। এতে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৫টি।
জানা যায়, ১৫তম বিমান হিসেবে তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার গত ২৫ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হয়। ২৫ জুলাই বিকেলে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং ফ্যাক্টরি থেকে থেকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিমানটি ।
অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার সমদ্রপৃষ্ঠ থেকে ৪৩ হাজার ফুট দিয়ে উড়ে যাওয়ার সময়ও ওয়াইফাই সুবিধা পাবেন যাত্রীরা। ফলে যাত্রীরা ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এবং বিশ্বের যেকোনো প্রান্তে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনের সঙ্গে যুক্ত হতে পারবেন। এছাড়াও ২৭১ আসনের বোয়িং ৭৮৭-৮ গাঙচিল ড্রিমলাইনারটি অন্য বিমানের তুলনায় জ্বালানি-সাশ্রয়ী করে তৈরি করা হয়েছে। এটি ঘণ্টায় গড়ে ৬৫০ মাইল বেগে বিরতিহীনভাবে ১৬ ঘণ্টা উড়তে সক্ষম।
বিশেষ সূত্রে জানা যায়, ‘রাজহংস’ নামের চতুর্থ ড্রিমলাইনারটি আগামী মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত হবে।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: