১ ঘন্টার মধ্যে বাসায় ওষুধ পৌঁছে দিবে গোমেড কিট
 প্রকাশিত: 
 ২১ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:১২
                                প্রভাত ফেরী ডেস্ক: ১ ঘন্টার মধ্যে গ্রাহকের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে যাত্রা শুরু করল অনলাইন ভিত্তিক ওষুধ ডেলিভারি প্ল্যাটফর্ম - গোমেড কিট। ওয়েবসাইটের পাশাপশি স্মার্টফোন ভিত্তিক অ্যাপস এ কাজ করবে এই প্ল্যাটফর্মটি।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে গোমেড কিট এর কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে জানানো হয়, ব্যস্ততম শহরে দ্রুত সময়ে ওষুধ পৌঁছে দেওয়া এবং প্রেসক্রিপশন বিহীন ওষুধ বিক্রির বিপরীতে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কেনার সচেতনতার উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় প্ল্যাটফর্মটি। দুই তরুণ উদ্যোক্তা সোহানুর রহমান এবং সৌরভ আজম গড়ে তোলেন গোমেড কিট।
বর্তমানে শুধু রাজধানীর ঢাকা শহরে ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করছে গোমেড কিট। পরবর্তীতে এটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আজ থেকে ১০ বছর আগেও দেশের স্বাস্থ্যসেবার অবস্থা খুবই করুণ অবস্থা ছিল। আর সে অবস্থা থেকে তার আমূল পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এখন স্বাস্থ্যসেবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি শমী কায়সার, বেসিস এর পরিচালক দিদারুল আলম সানী, উইমেন অ্যান্ড ই - কমার্সের সভাপতি নাসিমা আক্তার নিশা।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: