শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ সিডনি শাখার আলোচনা সভা ৩১ শে অগাস্ট
প্রকাশিত:
২৯ আগস্ট ২০১৮ ১৩:৩৬
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ০১:২৪

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিায়া কতৃক তাঁর জীবনী নিয়ে ৩১ শে অগাস্ট এক আলোচনা সভা ও দোআ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভা ও দোআ মাহফিলে
প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক ভিপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থাকবেন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম , প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন সাবিনা আক্তার তুহিন এমপি, উপস্হিত থাকবেন বিশিষ্ট আইনজীবি ও আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হক, এবং সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা।
সংগঠনটির পক্ষে সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ এক বিবৃতিতে সকলকে উক্ত আলোচনা সভা ও দোআ মাহফিল উপস্হিত হওয়ার আহবান জানিয়েছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: