সামাজিক অনুষ্ঠানে নিগৃহীত হলেন সাংবাদিক আবু রেজা নিন্দা ও প্রতিবাদের ঝড়
প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৫
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ০৪:২৫
গত ২২ সেপ্টেম্বর (শনিবার)বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস কালচারাল নাইটে সংগঠনটির উর্ধতন ব্যাক্তি কর্তৃক সিনিয়র সাংবাদিক ,এসবিএস বাংলা বিভাগের এক্সিকিউটিভ প্রডিউসার এবং জন্মভূমি টেলিভিশনের কর্নধার আবু রেজা আরেফিনের সাথে চরম দুর্ব্যবহার পূর্বক সস্ত্রীক অনুষ্ঠান ত্যাগে বাধ্য করা হয়। এই ঘটনা উপস্থিত সাংবাদিকরা জানার পর পরই তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং তৎক্ষনাত অনুষ্ঠানটি বয়কট করে।
পরে এই ঘটনার প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর (রবিবার) সাংবাদিকরা সম্মিলিতভাবে এক প্রতিবাদ সভার আয়োজন করে।প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, এসোসিয়েশনর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দ্বারা কমিউনিটি একজন সিনিয়র সাংবাদিকের সাথে এহেন হীন ও আপত্তিকর আচরনের ঘটনায় সাংবাদিক সমাজ ও সমগ্র কমিউনিটি মর্মাহত বিস্মিত ও লজ্জিত।এই সময় উপস্থিত সাংবাদিকরা, ন্যাক্কারজনক আচরনকারী ব্যাক্তির মানসিক সুস্থতা ও সাংগঠনিক দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।
তারা সংগঠনটিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাপুর্বক উক্ত কর্মকর্তার ব্যাপারে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয় ।অন্যথায় সংগঠনটির যাবতীয় খবর বর্জন করার সিদ্বান্ত গ্রহন করা হয়।
বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি রহমতুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্হিত ছিলেন , সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, আসলাম মোল্লা (বাংলা বার্তা পত্রিকা),বদরুল আলম (দেশ বিদেশ পত্রিকা) আব্দুল মতিন (সিডনিবাসী-বাংলা ডট কম), নাইম আব্দুল্লাহ ( বিদেশ বাংলা ২৪ ), নোমান শামীম (মুক্তমঞ্চ পত্রিকা), আবু তারিক ( সিডনি বেঙ্গলিস ডট কম) আবুল কালাম আজাদ খোকন (নবধারা নিউজ) আসওয়াদুল হক বাবু (চ্যানেল আই) আমিনুল ইসলাম রুবেল (সময় টিভি), আরিফুর রহমান( প্রশান্তিকা), আউয়াল খান ( বাংলাকথা ও স্বদেশ বার্তা পত্রিকা) , পূরবী পরমিতা বোস (সিডনি বেঙ্গলিস ডট কম) সেলিমা বেগম (সিডনি বেঙ্গলিস কমিউনিটি) , আবিদা আসওয়াদ (জন্মভূমি টেলিভিশন), শাহিন আক্তার স্বর্না(জন্মভূমি টেলিভিশন ) , তুষার তাসু (জন্মভূমি টেলিভিশন ) ডঃ ফজলুল আজিম চঞ্চল (নবধারা নিউজ) সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগন। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন কলামিস্টও গদ্যকার ডঃ শাখাওয়াত নয়ন ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: